Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

দু:খ দেখেছি

: | : ০৩/০৭/২০১৩

আমি দু:খ দেখেছি

রাজ-প্রাসাদের বারান্দায়
নিঝুম-অন্ধকারের গালিচায়
বঞ্চিত, অসহায় নয়নে
অবিচারের কাঠ-গড়ায়!আমি দু:খ দেখেছি

অলু্ব্ক অশরীর সকাল-বিকাল
বেনিয়াদীর রক্তমাখা শৃঙ্খলে
হিম আঁচল ছেড়ে বহুদূরে
পাইথন ভরা অবিনাশি জলে
বন্দী ঘরের তালায়আমি দু:খ দেখেছি
হাজার দুর্বলের আকিঞ্চনে
শিরোনামহীন মিছিলের পথে পথে
ভাসমান বরফখন্ডের মত
প্রতিনিয়ত দু:খের অভিশ্রবনে!

আমি দু:খ দেখেছি
আকাশের বিশাল বুকে
বৃষ্টির জল-কেলিতে,
থৈ থৈ করে কাঁপা
বিয়োগের শেষে।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top