Today 21 Dec 2025
Top today
Welcome to cholontika

প্রেমে গড়া হাঁড় (অনুকাব্য)

: | : ০৩/০৭/২০১৩

===============
সৃষ্টির প্রথম হল নর

তুই তো বুঝিছনা ঘর!

চঞ্চল অস্থিরে একা তাই

কেঁপেছিল হিয়া থর থর।

আল্লাহ্‌ যেন দুচিন্তায় মগ্ন

কি করি?অবশেষে নরের

পাঁজর থেকে, প্রেমে গড়া

এক হাঁড় নিয়ে তৈরি

করলো নারী।সেই থেকেই

সুবাতাস বইল নর নারী।

 

অনমনা ভাবটা হারিয়ে

গেল!অপরূপ পেয়ে সঙ্গী-

সুখ মোহ পথে একটু ভুলে

ছিটকে আসল পৃথিবী। এই

থেকে শুরু হল চিরসবুজ আর

সোনালী ভূ-ধরণীর বুকে কত

রঙ্গিন খেলা, এ খেলার ছলে

একই ভুলে ভাঙ্গছে কত ঘর

ভাঙ্গার পালা- আবার হল

তাই এ অস্থির পাগলা পারা।

 

লেখার তারিখঃ ০১//১৩

====================

(এই অনুকাব্যটি ঈদের ইবুকের জন্য পোষ্ট )

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top