Top today			
			সন্তাপ
আয়নায় পিঠ দেখি, সামনেই মুখ;
মনে মনে ঠিক জানি হৃদয় বিমুখ।
মন্ত্র পড়ে
শুদ্ধটারে
   বানিয়ে ফেলে ভুল –
যাদুকরী
ধন্বন্তরী
    উপড়ালে উন্মূল। 
কথা বলো, হাঁটো সাথে – যেন কত সখ্য;
মনে ঠিক জানি তুমি অভিনয়ে দক্ষ। 
হেসে হাত বাড়ালে, ধরলে এ হাত;
অন্তরে ঝরে জানি ঘৃণার প্রপাত।
দেখিয়ে মূলো
চেখে ধুলোঃ
     কৃষ্ণপক্ষের রাত –
এই চরাচর
 বিপন্নকর
      হৃদে রক্তপাত। 
