আসুন একে অপরের লেখা পড়ি এবং গঠনমূলক সমালোচনা করি
আমরা অনেকে ব্লগে নাম নিবন্ধন করি। কিন্তু দুঃখজনক হলে সত্যি অনেকেই আজকাল নিবন্ধনের পর দুই একটি পোস্ট দিয়ে আর ব্লগের সাথে সম্পর্ক রাখেন না। আবার কেউ কেউ অনিয়মিত পোস্ট দিচ্ছেন যা মোটেও আমরা আশা করি না। ব্লগ হচ্ছে সাহিত্য চর্চা করার উম্মুক্ত একটি মঞ্চ। এখানে যে কেউ সৃজনশীল সাহিত্য চর্চা করতে পারবে। কেউ তাকে বাধা দিবে না। তাই বলে কি নিজে একটি পোস্ট দিয়েই কি নিজের দায়িত্ব শেষ করে ফেলছেন? ব্লগে যারা আমরা লিখি প্রত্যেকেরই একটি দায়িত্ববোধ থাকা উচিত। মনে রাখবেন লেখক হতে হলে অবশ্যই আপনাকে অন্যের লেখা পড়তে হবে। নিজের লেখা যেমন অন্যে পড়লে ভাল লাগে অন্যরাও চায় আপনি তার লেখা পড়ুন, তার লেখায় গঠনমূলক মন্তব্য করুন। অনেককেই দেখছি ভাল লাগল, চালিয়ে যান… বলে মন্তব্য করেন শুধু মাত্র পয়েন্ট পাওয়ার জন্য। যা কেউ একজন প্রকৃত লেখকের কাছ থেকে আশা করে না। কিন্তু দুঃখজনক হলেও সত্যি অনেকে অন্যের লেখা পড়ছেন না এবং অন্য পোস্টে কোন মন্তব্য করছে না! এমনকি নিজের পোস্টেও মন্তব্যের জবাবে মন্তব্য করছেন না! আপনি যদি আপনার পোস্ট অন্যকে পড়ার উদ্দেশ্যে দিয়ে থাকেন তাহলে অন্যরাওতো ঠিক তাই করছে। তাহলে কেন আপনি অন্যের পোস্ট পড়বেন না বা মন্তব্য করবেন না। আজ চলন্তিকার প্রতিটি লেখার পরিসংখ্যান দেখলেই বুঝতে পারি যে অন্যরা যে কি পরিমান পড়ছে বা মন্তব্য করছে।
ধীরে ধীরে চলন্তিকায় অনেক নতুন মুখ আসছেন। তাদের মধ্যে অনেকেই খুব ভাল লিখছেন অথচ মন্তব্য হতে বঞ্চিত হচ্ছেন। চলন্তিকার পরিসংখ্যান বলছে ইতিমধ্যে ১২৮ জন ব্লগার নিবন্ধিত হয়েছেন। কিন্তু প্রতিদিন আমরা কয়টি পোস্ট পাচ্ছি বা মন্তব্য পাচ্ছি তা আপনারাই খেয়াল করে দেখুন। প্রতিদিন ঘুরে ফিরে কয়েকজন মাত্র লেখককে মন্তব্য করতে দেখছি। যা চলন্তিকা কখনো আশা করে না। আমি বিশ্বাস করি আপনার একটি মন্তব্য হয়তো অন্য একজন সু-লেখক তৈরী করতে পারে। যার প্রেরণা থেকে বেড়িয়ে আসতে পারে একজন সনামধন্য লেখক। তাহলে আসুন আজ থেকে একে অপরের লেখা পড়ি এবং গঠনমূলক সমালোচনা করি।
পরিশেষে সকল ব্লগারদের প্রতি আমার আহ্বান থাকবে তারা নিজেরা যেমন বেশী বেশী পোস্ট দিবেন ও মন্তব্য করবেন অন্যদেরকেও পোস্ট ও মন্তব্য করতে উৎসাহ দিবেন। তাহলেই চলন্তিকা ধীরে ধীরে প্রানবন্ত হয়ে উঠবে। সবাইকে আমার পক্ষ থেকে জানাই ধন্যবাদ। আপনার বগ্লিং জীবন শুভ হোক।