Top today			
			একটি দিনের জন্য
প্রমাণ দেবো ভালবাসি
যেমন তুমি চাও
একটি দিনের জন্যে হলেও
আমার হয়ে যাও।
একটি দিনের জন্যে কেবল
আমার কাছে এসে
বলো তুমি ধন্য হলে
আমায় ভালবেসে।
প্রমাণ দেবো ভালবাসি
যেমন তুমি চাও
একটি দিনের জন্যে হলেও
আমার হয়ে যাও।
একটি দিনের জন্যে কেবল
আমার কাছে এসে
বলো তুমি ধন্য হলে
আমায় ভালবেসে।
