Top today
সম্পাদক সমীপে
চলন্তিকা একটি চলমান সাহিত্য চর্চা করার চমত্কার প্লাটফর্ম হিসেবে চাক্ষুসমান। এটাকে আরও গতিশীল করার জন্য দু’একটি কাজ করলে এর সৌন্দর্য বাড়বে বৈ কমবে না।আমরা অনেক সময় ব্লগে পোস্ট অথবা মন্তব্য করার পর দীর্ঘ সময় ব্লগে আসতে পারি না। এর কারণে প্রথম পাতা থেকে পোস্ট দ্বিতীয় পাতায় চলে গেলে বুঝতে পারি না যে পোস্টে কোন মন্তব্য অথবা মন্তব্যর কোন জবাব দিয়েছে কিনা। তাই অদেখা মন্তব্য এবং মন্তব্যের জবাব নামে দুটি অপশন যোগ করা হোক!
চলন্তিকা ব্লগের সফলতা ও চলন্তিকা পরিবারের দীর্ঘায়ূ কামনা করে এখানেই ইতি টানছি।