Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

একটাই চাওয়া

: | : ০৬/০৭/২০১৩

aktai-chaoa_0

এক শিষ্য তার গুরুর খুব সেবা-শুশ্রূষা করায় গুরু সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করলেন। জানতে চাইলেন তার এমন একটি ইচ্ছার কথা যা তিনি পূরণ করে দেবেন। তবে শর্ত হলো, চাইতে হবে কেবল একটাই, তার বেশি নয়। শিষ্য তখন ভক্তিভরে জানালো যে, তার চাওয়া একটাই। আর তা হলো-‘আমি সাতমহলা বাড়িতে সোনার পালঙ্কে শুয়ে সুস্থ শরীরে নাতিপুতি পরিবেষ্টিত অবস্থায় তৃপ্তির সাথে মারা যেতে চাই।’ গুরু তখন বললেন, ‘চাওয়ার তুমি আর বাকি রাখলে কী?’ তার এ চাওয়ার মধ্যে শারীরিক, মানসিক, আর্থিক, পারিবারিক এবং আত্মিক-সবই ছিলো।

 

 

লেখাটি কোয়ান্টাম ফাউন্ডেশন থেকে সংগ্রহীত

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top