Today 01 Dec 2025
Top today
Welcome to cholontika

বন্ধুতা

: | : ০৬/০৭/২০১৩

বন্ধুতা কি ঝলমলে রোদ
উষ্ম পরশ, মধ্য শীতের দিন
বন্ধুতা কি সুকময়
আত্মীয়তা পরম, কখনো হয়না বিলীন।

বন্ধুতা কি ভালবাসার কঠিনতম গিট
ইচ্ছে হলেও যায়না চেরা
যায়না তা হাতে গড়া
বন্ধুতা ‘‘গড গিফট”, সবসময়ই ফিট।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top