Top today
বন্ধুতা
বন্ধুতা কি ঝলমলে রোদ
উষ্ম পরশ, মধ্য শীতের দিন
বন্ধুতা কি সুকময়
আত্মীয়তা পরম, কখনো হয়না বিলীন।
বন্ধুতা কি ভালবাসার কঠিনতম গিট
ইচ্ছে হলেও যায়না চেরা
যায়না তা হাতে গড়া
বন্ধুতা ‘‘গড গিফট”, সবসময়ই ফিট।
বন্ধুতা কি ঝলমলে রোদ
উষ্ম পরশ, মধ্য শীতের দিন
বন্ধুতা কি সুকময়
আত্মীয়তা পরম, কখনো হয়না বিলীন।
বন্ধুতা কি ভালবাসার কঠিনতম গিট
ইচ্ছে হলেও যায়না চেরা
যায়না তা হাতে গড়া
বন্ধুতা ‘‘গড গিফট”, সবসময়ই ফিট।