Top today
বিজয় দিবস
বিজয় দিবস
চল যাই চল যাই ,
বিজয়ের গান গাই ।
বাজাই বাশি তুলি বিজয়ের সুর ,
থাকবে না দুঃখ হবে সব দূর ।
চল যাই চল যাই,
বিজয়ের নিষাণ উড়াই ।
গেয়ে যাই বিজয়ের গান ,
শান্ত হবে লাখ শহীদের প্রাণ ।
চল যাই চল যাই,
সকলের মাঝে তারুন্যকে জাগাই ।
চলবো মোরা বিজয়ের পথে ,
শপথ নিলাম আজ থেকে।
এই কবিতাটি আমি বিজয় দিবসে লিখছিলাম । আমার কলেজের প্রচেতায় ছাপানো হয়েছিলো ।