Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

বিজয় দিবস

: | : ০৭/০৭/২০১৩

বিজয় দিবস
চল যাই চল যাই ,
বিজয়ের গান গাই ।
বাজাই বাশি তুলি বিজয়ের সুর ,
থাকবে না দুঃখ হবে সব দূর ।
চল যাই চল যাই,
বিজয়ের নিষাণ উড়াই ।
গেয়ে যাই বিজয়ের গান ,
শান্ত হবে লাখ শহীদের প্রাণ ।
চল যাই চল যাই,
সকলের মাঝে তারুন্যকে জাগাই ।
চলবো মোরা বিজয়ের পথে ,
শপথ নিলাম আজ থেকে।

এই কবিতাটি আমি বিজয় দিবসে লিখছিলাম । আমার কলেজের প্রচেতায় ছাপানো হয়েছিলো ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top