Top today
চোখা-চোখি
শীতল দেহে উষ্ম পরশ
প্রথম যখন দিলে,
চোখা-চোখি ঘন্টা খানেক
আমরা দুজন মিলে।
হাতটা হাতে ধরতেই তুমি
কাঁপছে দুটি বুক,
চোখা-চোখি ঘন্টা খানেক
লাজুক দুটি মুখ।
শীতল দেহে উষ্ম পরশ
প্রথম যখন দিলে,
চোখা-চোখি ঘন্টা খানেক
আমরা দুজন মিলে।
হাতটা হাতে ধরতেই তুমি
কাঁপছে দুটি বুক,
চোখা-চোখি ঘন্টা খানেক
লাজুক দুটি মুখ।