Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

চোখা-চোখি

: | : ০৮/০৭/২০১৩

শীতল দেহে উষ্ম পরশ
প্রথম যখন দিলে,
চোখা-চোখি ঘন্টা খানেক
আমরা দুজন মিলে।

হাতটা হাতে ধরতেই তুমি
কাঁপছে দুটি বুক,
চোখা-চোখি ঘন্টা খানেক
লাজুক দুটি মুখ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top