Top today
তানিয়ার
তানিয়ার কথা, তার হাসি, গান বৃষ্টির সুরের মতন
হাজার যুগ ধরে সুরেতে মাতাচ্ছে যেন আকাশ বাতাস;
পৃথিবীর মাটি তার গন্ধ লয়ে জন্মিয়েছে প্রথম গাছ;
তার ক্লান্তির ঘুম যুগ যুগ পৃথিবীরে দিয়েছে স্বপন।
রুপ প্রেমের মত চিরজীবি, মৃত্যুর মত দূর্দমনীয়;
যা তানিয়ার, যা আমার চোখে ভাসে, যা চাঁদের মতন হাসে।
যার চঞ্চলতায় কেঁপে উঠে পৃথিবী, মরুভূমি জলে ভাসে;
তার স্বপন আসে আমার স্বপনে হয়ে প্রেমের মত স্বর্গীয়।
তার নির্ভয় চোখ যা চেয়েছে সবিতা তা আমার কবিতা;
যুদ্ধের বীণে দূঃখের দিনে আমার দিশা তানিয়ার সিক্তা।
২৩.০৬.১৩, ঢাকা।