Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

তানিয়ার

: | : ০৮/০৭/২০১৩

তানিয়ার    কথা,  তার   হাসি, গান   বৃষ্টির   সুরের    মতন
হাজার  যুগ   ধরে  সুরেতে মাতাচ্ছে  যেন   আকাশ   বাতাস;
পৃথিবীর    মাটি    তার    গন্ধ   লয়ে   জন্মিয়েছে  প্রথম গাছ;
তার    ক্লান্তির    ঘুম    যুগ   যুগ  পৃথিবীরে   দিয়েছে   স্বপন।

রুপ     প্রেমের    মত    চিরজীবি,  মৃত্যুর    মত   দূর্দমনীয়;
যা তানিয়ার, যা  আমার চোখে ভাসে, যা চাঁদের মতন হাসে।
যার   চঞ্চলতায়   কেঁপে   উঠে  পৃথিবী, মরুভূমি  জলে ভাসে;
তার   স্বপন   আসে   আমার  স্বপনে হয়ে প্রেমের মত স্বর্গীয়।

তার   নির্ভয়  চোখ  যা  চেয়েছে সবিতা তা আমার কবিতা;
যুদ্ধের  বীণে  দূঃখের  দিনে  আমার  দিশা  তানিয়ার সিক্তা।
২৩.০৬.১৩, ঢাকা।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top