Top today
“রুপকুমারী”
নুপুর পায়ে রিনিঝিনি
ছন্দে তুলে সুর,
মেয়ে তুমি রুপকুমারী
যাচ্ছো কোন সে দূর?
পথ চলছ একলা তুমি
সংগে আমায় নেবে?
ভালোবাসা চেয়ে হাত বাড়ালে কী
হাত ধরে নেবে?
মিষ্টি মধুর কথায় কথায়
হেটে চলব দুজনে,
ভালোবাসার পরশে তোমায়
জড়িয়ে নেব নির্জনে।
রাত্রি বেলা জোছনা পোহাবো
বুনবো ভালোবাসার স্বপ্নজাল।
ভালোবাসায় জড়িয়ে রাখবো
তোমায় আমি চিরকাল।।