লেখক বন্ধুরা লক্ষ্য করুন
প্রিয় লেখক বন্ধুরা
আপনারা জানেন যে আমাদের সাথে একটি প্রতিষ্ঠানের অঙ্গীকার হয়েছে যেদিন চলন্তিকা নিম্নের শর্ত পূরণ করতে পারবে সেদিন থেকে তারা আমাদের মাসিক ভিত্তিতে ৮০ পৃষ্ঠার পেপারব্যাক নিউজপ্রিন্টে ছাপা ম্যাগাজিনের খরচ বহন করবে। আর সেটা চলন্তিকার যে সব লেখক আগের মাসে ৫০০ পয়েন্ট অথবা ১০০ এর অধিক মন্তব্য করবেন, তাদের ঠিকানাতে ফ্রি পাঠানো হবে।
শর্ত ১ / লেখকের সংখ্যা ৩০০০ এর অধিক হতে হবে।
শর্ত ২ / ২০,০০০ এর অধিক লেখা চলন্তিকাতে প্রকাশিত হতে হবে।
শর্ত ৩ / ৭৫,০০০ এর অধিক মন্তব্য থাকতে হবে।
শর্ত ৪ / Alexa ranking এ বাংলাদেশে ১০০০ এর ভিতরে থাকতে হবে।
শর্ত ৫ / উপরের সবগুলো মার্চ’ ১৫ এর ভিতরে অর্জন করতে হবে – ২২ মাসে।
আসুন আমরা আমাদের অবস্থানটি দেখি –
অর্জন – ১/ সে হিসাবে আমাদের লেখকের সংখ্যা লেখকের সংখ্যা হওয়া উচিত ছিল ২০৫ জন। আমাদের হয়েছে ১৩৪ জন। ৬৫% অর্জিত হয়েছে।
অর্জন – ২/ সে হিসাবে আমাদের লেখার সংখ্যা হওয়া উচিত ছিল ১৩৬৩ টি। আমাদের ৪৭৪ টি লেখা প্রকাশিত হয়েছে। ৩৫% অর্জিত হয়েছে।
অর্জন – ৩/ সে হিসাবে আমাদের ৫১১৪টি মন্তব্য হওয়া উচিত ছিল। মন্তব্য হয়েছে ২৮৪০ টি। ৫৫% অর্জিত হয়েছে।
অর্জন – ৪/ Alexa ranking এ বাংলাদেশে ৭৫০৬ তম হয়েছে।
আমরা বেশ পিছনে পড়ে আছি। আসুন আমরা আগামী এক মাস
১। আমরা নিজ নিজ সকল লেখা ফেসবুকে নিজ নিজ ওয়ালে শেয়ার করি।
২। প্রত্যেকে তার প্রতিটা লেখার লিঙ্ক আমাদের ৫০ জন বন্ধুকে অন্তত ইমেইল করে বলি, “লেখাটি কেমন লাগল জানাবেন।”
আমাদের সকলের সম্মিলিত ইচ্ছা ও সহযোগিতায় আমরা লক্ষ্যে পৌঁছাতে পারব।