Top today
তিনটি নতুন বিভাগ চালু করার জন্য আবেদন
চলন্তিকায় ইতিমধ্যেই আমি লক্ষ্য করে দেখেছি অনেকেই চিঠি, কৌতুক, ধাঁধা ইত্যাদি লেখা লিখছেন।
কিন্তু এগুলোর জন্যে চলন্তিকায় কোন বিভাগ না থাকার কারনে এই সবগুলোই ‘বিবিধ’ বিভাগে লিখতে হচ্ছে। তাই সম্পাদকের বরাবর আমার প্রস্তাব তিনি যেন উপরোক্ত তিনটি নতুন বিভাগ চালু করেন। কারন আমি মনে করি চিঠি, কৌতুক, ধাঁধা এগুলোও সাহিত্যেরই অংশ।