Top today
ফাগুন বিকেলের স্বরবৃত্ত
ফাগুনের এই শেষ বিকেলে
অস্তগামী সূর্য্যকিরণ
তোমার মুখে ফেলে ফেলে
দেখবো আমি মুগ্ধ চোখে –
যেমন দেখে প্রকৃতিরা
জ্যোৎস্না ফেলে রাতের শরীর।
তোমার চোখের গভীর থেকে
তুলে নেবো একে একে
অশ্রুগড়া মুক্তোগুলো –
যেমন তুলে ডুবুরিরা
নীল সাগরের গভীর থেকে
জ্বলজ্বলে সব মুক্তো-মাণিক।
তোমার চুলের ফুল বাগানে
ফুল্ল আশার চারাগুলো
কেমন করে উঠছে বেড়ে
দেখবো আমি মুখ ডুবিয়ে।
দেখবো কেমন উঠছে ফুটে
তোমার মনের আর্শীখানায়
তোমার আমার যুগল ছবি –
তেমন নাকি – যেমন ফুটে
নদীর বুকের স্বচ্ছ জলে
ভর দুপুরের সূর্য্যখানা?
হাতের কাঁকন বাজিয়ে তখন
মিষ্টি হাসির সুরে সুরে
গান শোনাবে আমায় তুমি।
আনন্দেরই স্বেদবিন্দু
ঝরে ঝরে পড়বে তোমার
কপোলের ওই শরীর বেয়ে –
যেমন ঝরে পাতা থেকে
শীত সকালে শিশির ফোঁটা।
পারাবত তোমার বুকে
ভালোবাসার প্রপাত শুনে
কাটিয়ে দেবো স্বপ্নসুখে
দুঃখকাতর প্রহরগুলো।।