Today 12 Jan 2026
Top today
Welcome to cholontika

বাঘের ভয়ে টানা তিনদিন গাছে

: | : ০৯/০৭/২০১৩

23737সুমাত্রা: ভালুকের ভয়ে বন্ধুকে ছেড়ে ওপর বন্ধুর গাছে উঠে পড়ার গল্প সবারই জানা। কিন্তু বাঘের ভয়ে টানা ৩ দিন গাছকেই ঘর বাড়ি বানিয়ে ফেলতে হবে এমনটা কে জানত? ঠিক এই ঘটনাই ঘটেছে ইন্দোনেশিয়ায়। বাঘেদের একটা দলের থেকে বাঁচতে পাঁচ জন টানা তিনদিন একটা গাছের উপর কাটিয়ে দিলেন। দুর্ভাগ্য বশত গাছে উঠতে না পেরে বাঘের খাদ্যে পরিণত হয়েছেন ওই দলেরই আর ষষ্ঠ জন। ছয় বন্ধুর ওই দলটি সুমাত্রার উত্তরাংশে গুনুং লেউসের জাতীয় উদ্যানের গভীরে চলে যান। তাঁদের পাতা হরিণ ধরার ফাঁদে ভুল করে একটি ছোট্ট বাঘ ঢুকে পড়ে। বাঘটি মারাও যায়। এরপরেই বাঘের একটি দল ঘিরে ধরে ওই ছ`জনকে। শনিবার ৩০জনের একটি দল ওই পাঁচজনকে উদ্ধার করে নিয়ে আসেন। গাছে আটকে থাকা ৫জন কোনও রকমে মোবাইল ফোন ব্যবহার করে নিজেদের অবস্থান সম্পর্কে অন্যদের জানায়।

টাইমস ওর্য়াল্ড২৪.কম থেকে সংগৃহীত..

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top