Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

বুক পকেট

: | : ০৯/০৭/২০১৩

আজ মন ভালোবাসার বৃষ্টি ঝরাবে
আকাশের নীল জল দিগন্ত ছুঁয়ে
তোমার হৃদয়ে হারাবে-
শূন্য পৃথিবীর বুকে ভালোবাসার ঘর বাঁধবে।

দুচোখের সীমানা ছুঁয়ে তুমি আসবে
হৃদয়ের সব বিষন্নতা মাড়িয়ে
আমি সুখের চাদরে জড়াবো তোমাকে।

আজ স্বপ্নরা ভিড় করবে দুচোখে
প্রকৃতির সব বিষন্নতা শেষ হবে কবে?
সব ভালোবাসা জমা থাক তোমার পাঁজরে।

আমি দুলছি তোমার অনুভবের দোলনায়
রেখো আমায় তোমার কল্পনায়,
তোমার ডালিম পাকা ঠোঁটের মিষ্টি হাসি
আমার বুক পকেটে জমা থাক দিবানিশী।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top