Top today
বেঁচে থাক
এসে দাড়ালো আয়নার সামনে,
তাকালো কয়েকবার,
মুখে ফুটে উঠল বাঁকা হাসি।
তারপর হাত রাখল কালো কেশে,
মসৃন কালো কেশ স্পর্শ পেল কোমল হাতের,
হালকা বাতাসে উড়তে লাগল তারা।
তারপর কপালে পড়ল কালো টিপ,
ঠোঁট রাঙালো গোলাপী লিপিস্টিকে,
চোখে দিল কাজল,
মুখে মন্ডলে দিল হালকা গোলাপী আভা।
গায়ে জড়ানো লাল শাড়ি মুগ্ধ হল,
মুগ্ধ হল সামনে তাকানো আয়নার প্রতিচ্ছবি।
দূর থেকে তাকানো চোখ বলে উঠল
এ রুপ যেন বেঁচে থাকে ততদিন,
যতদিন বেঁচে থাকবে চাঁদ সূর্য তারা।
২৭.০৬.১৩, ঢাকা।