Top today
মহাযাত্রা
চল সবুজের দিকে হেটে যাই
নির্জন অরণ্যে করি বসবাস
নগরে সভ্যতার পাশে হানাহানি হয় চাষ ।
চল বৃষ্টির দিকে হেটে যাই
জলের বুকে বানাই বসত বাড়ি
স্থলে শুধু রেষ ক্লেশ হিংসে ছড়াছড়ি ।
চল সাম্যের দিকে হেটে যাই
সকল ভেদাভেদ করি ইতি
মন্দকে জানিয়ে বিদায় সুন্দরের হই সাথী ।
চল সূর্যের দিকে হেটে যাই
দগ্ধ হয়ে নিজেদের যাচাই করে লই
সোনা পোড়লে খাঁটি হয় কয়লা পোড়ে ছাই ।
চল বাতাসের দিকে হেটে যাই
প্রলয় হয়ে মহাযাত্রার করি শুরু
সৃষ্টির পরে ধ্বংস হলে ধ্বংসের পরেই শুরু ।