Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

মহাযাত্রা

: | : ০৯/০৭/২০১৩

চল সবুজের দিকে হেটে যাই

নির্জন অরণ্যে করি বসবাস

নগরে সভ্যতার পাশে হানাহানি হয় চাষ ।

 

চল বৃষ্টির দিকে হেটে যাই

জলের বুকে বানাই বসত বাড়ি

স্থলে শুধু রেষ ক্লেশ হিংসে ছড়াছড়ি ।

 

চল সাম্যের দিকে হেটে যাই

সকল ভেদাভেদ করি ইতি

মন্দকে জানিয়ে বিদায় সুন্দরের হই সাথী ।

 

চল সূর্যের দিকে হেটে যাই

দগ্ধ হয়ে নিজেদের যাচাই করে লই

সোনা পোড়লে খাঁটি হয় কয়লা পোড়ে ছাই ।

 

চল বাতাসের দিকে হেটে যাই

প্রলয় হয়ে মহাযাত্রার করি শুরু

সৃষ্টির পরে ধ্বংস হলে ধ্বংসের পরেই শুরু ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top