Today 01 Dec 2025
Top today
Welcome to cholontika

ষড়ঋতুতে তুমি

: | : ০৯/০৭/২০১৩

তোমার গাত্র ফেটে হয় চৌচির, গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে
তোমার রূপও হয় বিনষ্ট; তীব্র কালবৈশাখীতে ।
নিজেকে কর সজীব, সতেজ, সিক্ত; বর্ষার অবিরাম বারিধারাতে
কখনও নিজেকে প্লাবিত করে উর্বর হও, অন্তস্থ তটিনী জলে।

শিউলী ফুলের শুভ্রতায়, শরতের স্নিগ্ধ ভোরে হয়ে ওঠ অপরূপ
ভরা পূর্ণিমাতে, তোমার শীতল বুকে চন্দ্রস্নানে পায় যে ভীষণ সুখ।
হিমেল হেমন্তে উদার চিত্তে খুলে দাও তোমার ভাণ্ডার
ঘরে ঘরে চলে পার্বণ, উঠে অপার খুশীর জোয়ার।

খেজুরের রস, পিঠাপুলি নিয়ে শীত বুড়ি আসে
রুক্ষ,শুষ্ক করে তোমায় কুয়াশার চাদরে ঢেকে রাখে।
নবউদ্যমে পত্রপল্লবে বিকশিত হও, ঋতুরাজ বসন্তের আগমনে
নববর্ষের আনন্দ ধবনি শুনি, চৈত্রের শেষ বিকেলে।

তোমার মাঝে স্বপ্নের শুরু, তোমার মাঝেই শেষ
ষড়ঋতুর ষড়রূপে বর্ণিল তুমি, প্রাণপ্রিয় বাংলাদেশ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top