Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

ঘুমন্ত যাত্রী

: | : ১০/০৭/২০১৩

056620-sleep-airport

ঘুমন্ত যাত্রী আমি এক এই মহাজাগতিক যানে
একটু পরেই নামবে তোমারা সামনের ঐ স্টেশনে
দুচোখ আমার বাড়ি ফেরারে স্বপ্নে ভরা
জাগাও আমায় জেগে আছো তোমরা যারা
নইলে আমি রয়ে যাবো এই মহাজাগতিক-যানে
হারিয়ে যাব কোনও এক নিশ্চুপ অজানার পানে।

হয়তো ঘুমিয়েই রবো, ফিরবো আবার এ পথেই
হয়তো বাড়ি ফেরার স্বপ্ন আমার রয়ে যাবে শুধু স্বপ্নেই
উঠবে কতো নতুন যাত্রী
হবে কতো নতুন মৈত্রী
রেযয়ান আর সাবিত্রী
ছেড়ে যাবে অনেকেই এই ধরিত্রী
রয়ে যাবো শুধু আমি ঘুমন্ত এক যাত্রী।

যখন হয়নি সৃষ্টি বায়বীয়-তরল-কঠিন
হয়নি সৃষ্টি কিছুই বাঁধেনি জমাট
ছিল শুধুই শূন্য মহাশূন্য চারিধার
আবার শূন্যতার আগেও যে ছিল আঁধার
সে আধারেরও আগে
সেই যে সময় শুরু হওয়ার আগে থেকে
চলছি শুধুই ঘুমিয়ে থেকে
মহাজগত ঘুরে ঘুরে
জন্মমৃত্যুর স্টেশন পেরিয়ে
শুরু আর শেষের বৃত্ত ভেঙ্গে
বৃত্তের বাইরের বৃত্ত ছাড়িয়ে
জন্ম থেকে জন্মান্তরে
চক্র থেকে চক্রান্তরে
যাত্রার মাত্রায় সিক্ত আমি এক ঘুমন্ত যাত্রী
ফিরে যেতে চাই আমি
দুচোখ আমার বাড়ি ফেরার স্বপ্নে ভরা
জাগাও আমায় জেগে আছো তোমরা যারা।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top