Top today
“তুমি কি”
তুমি কি মেঘ হবে
আমি তোমার বৃষ্টিতে ভিজবো।
তুমি কি দখিনা বাতাস হবে
তোমার পরশে আমি শীতল হবো।
তুমি কি ঢেউ হবে
আমি ক্লান্তিহীন তোমায় গুনবো।
তুমি কি পুর্নিমার চাদ হবে
আমি মুগ্ধ নয়নে তোমায় দেখবো।
তুমি কি জোছনা হবে
আমি তোমায় গায়ে মাখবো।
তুমি কি আমার সংগী হবে
আমি তোমার হাত ধরে মেঠোপথে হাটবো।।