নতুন কয়েকটি বিভাগ চালু করার জন্য সম্পাদক সাহেবকে অনুরোধ করছি
গতকাল কাউছার আলম সাহেব তিনটি নতুন বিভাগ চালু করার জন্য আপনাকে অনুরোধ করেছিল। বিভাগ তিনটি হলো চিঠি, কৌতুক, ধাঁধা। আপনি তার প্রস্তাব গ্রহণ করেছেন। আমি তার ঐ তিনটি বিভাগ চালু করার ব্যাপারে একমত ছিলাম। তার তিনটি বিভাগের পাশাপাশি আরো তিনটি বিভাগ চালু করা যেতে পারে। তাহলো- ডায়েরী, জানা-অজানা ও সমস্যা। কারণ আমরা প্রতিদিনই ডায়েরী লিখি। ডায়েরী লেখায় কোন শিরোনাম থাকে না। জীবনের নানা ঘটনা ডায়েরীর মাধ্যমে উঠে আসে। এই শিরোনামহীন লেখাগুলো ডায়েরী বিভাগে লেখলে অনেক ভাল হবে। আর আমাদের জীবনে অনেক কিছুই অজানা রয়ে গেছে। সেই অজানা কথাগুলো জানা-অজানা বিভাগে লেখা যায়। নতুন যারা ব্লগে প্রবেশ করে তাদের অনেকেরই বিভিন্ন সমস্যা হয়ে থাকে। সমস্যা বিভাগে একজন ব্লগার সম্পাদক ও পুরাতন ব্লগারদের মাধ্যমে সমস্যার সমাধান পেতে পারে। যেমন আমি যখন এই ব্লগে প্রথম প্রবেশ করি তখন বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছিলাম। আমি আশা করি আমার প্রস্তাবগুলো সম্পাদক সাহেব বিবেচনা করবেন।