Top today
স্বপ্ন বুনে চলছি
যার কোন অস্তিত্ব নেই
সেই তাকে নিয়েই আমি
জীবনের প্রতি পদে পদে
অবিরত বুনে চলেছি স্বপ্ন ।
সে আমার স্পর্শের বাইরে
তবুও গেঁথে আছে
ভালবাসার বন্ধনে
আমার হৃদয় মাঝে ।
ভুলিতে পারিনা আজো
তোমার মনভুলানো কথা
তাই তো বিনিদ্র রজনী
এখন আমার সখা ।
রাত্রি প্রহরে ঘুমন্ত শহরে
আমি একা জেগে থাকি
তোমার ভাবনায় মত্ত হয়ে
রাত্রি আমার কাটে না ।
আমার স্বপ্নের জাল ছিঁড়ে
একাকার হয়ে গেছে
তুমি কি বুঝতে পারোনা
আমি তোমায় আজো ভালবাসি ।
সমাজের কঠোর রীতি নীতি
আজ তোমাকে আমার থেকে
আলাদা করে দিয়েছে
ভালবাসা কে করেছে ছিন্নভিন্ন ।
তুমি সমাজের ধোহাই দিয়ে
ভালবাসা কে অপমাণ করলে
আমার ব্যাথা তুমি বুঝলে না
ভালবাসার মর্যাদা রাখলে না ।