Top today
গাছের ছায়া
বাড়ির পাশে ধানের বিশাল ক্ষেত। দক্ষিনা বাতাস
ঢেউ তোলে সেখানে। তার বহু দূরে সবুজ রেখার সদৃশ
গ্রাম মিশেছে দিগন্তে আকাশের নীলের সাথে অনিমেশ।
ক্ষেতের মাঝ দিয়ে পথ, তার পাশে একা দাঁড়িয়ে এক গাছ।
প্রতিদিন যখন রক্তিমাভ আলো এসে পড়ে গাছে পাতায়,
সেখানে বসে এক যুবক বাঁশির সুর তোলে। ক্লান্ত মনে
সৃষ্টি করা সে সুর ক্ষনিকেই ছড়িয়ে পড়ে মৃদু আলোড়নে।
আলোড়ন আস্রয় নেয় ষোড়শী কিশোরীর মনের ছায়ায়।
কিশোরীর কোমল পা তবুও তার আঘাতে কেঁপে উঠে ভু’ধর।
গাছের ছায়া যেতে পারে, যতদূর নিয়ে যায় সুর্যের অধর।
১০.০৬.১৩, ঢাকা।