থেমে থেমে আবার চলা আহমেদ ফয়েজ
থেমে যেতে যেতে আবার চলি এর নাম চলা নয় থেমে থেমে আবার চলা।
আমি হাত প্রসারিত করি আমি পা প্রসারিত করি রক্তাক্ত হয়, খাটো করে দেওয়া হয়।
এর নাম চলা নয় থেমে থেমে আবার চলা।