Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

বেওয়ারিশ লাশ

: | : ১১/০৭/২০১৩

আমার নাম নাজমা বেগম, গার্মেন্টসে কাজ করি

গাইবান্ধার ছোট্ট গ্রামের কাঁঠাল তলে আমার বাড়ি

পেটের দায়ে ঢাকায় আইছি

এহন ঢাকাতেই বাস করি ।

 

আমার দুই ছেলেমেয়ে, ওদের বাপ গেছে ছাইড়া

আমার বাপ বুড়া মানুষ সেও গেছে মইরা,

আমার মা একলা মানুষ ভাত জোটে না তার

তার উপরে আমরা তিনজন কী করার আছে মার ?

 

পেটের খিধায় ছেলে কান্দে মেয়ে কান্দে

চাপা কষ্টে কান্দে আমার মায়

মাইনষের বাড়ি ভাড়া ভেনে

চাইর পেটের ভাত যোগানো দায় ।

 

দেশের মায়া ছাইড়া দিয়া আইলাম আমি ঢাকা

গার্মেন্টসে কাজ করি মাস শেষে টাকা

ছেলেমেয়ে বাড়ি থাকে

বুকটা করে খাঁ খাঁ ।

 

ছেলেমেয়ে মানুষ হবে

এই আশায় দিনরাত কাজ কইরা যাই

হঠাৎ কর্মস্থল চিতাঘাঁটি

আমার সাথে আশাও পুইড়া ছাই ।

 

ঐযে আমার ছেলে কান্দে মেয়ে কান্দে

ওমা, কারে খোঁজো তুমি ?

এই যে দেখো

নিশ্চিন্তপুরের ইশকুল মাঠে শুইয়া আছি আমি ।

 

মুসলমানের সন্তান হইয়াও

চিতাঁয় পুইড়া হইলাম ছাই

আমি গর্মেন্টস শ্রমিক

তাই বলে কি আমার কোনো ধর্ম নাই ?

 

ধর্ম হইল বড়লোকের গোলার ধান

খোদাও ওদের জায়গীর

তাইতো যেমন খুশি তেমন লেখে

গরীবের তকদীর ।

 

আগুনে শরীর পুড়ছে

কপাল পুড়ছে

পুইড়া গেছে নাম

তাইতো বেওয়ারিশ লাশ হইয়া দাফন হইলাম ।

 

(সাভারের তাজরিন ফ্যাশনে আগুন লাগার দ্বিতীয় দিন এই কবিতাটি লেখে ছিলাম, পরে এটা বাংলাদেশের একাধিক দৈনিকে প্রকাশিত হয়ে ছিল)

 

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top