Today 12 Jan 2026
Top today
Welcome to cholontika

“একাকী ভালোবাসা”

: | : ১২/০৭/২০১৩

কখনো বুক ভরা ভালোবাসা নিয়ে

তোমায় ডেকেছি।

কখনো বুক ভরা দীর্ঘশ্বাস,অসহ্য কষ্টে

আমি অনেক কেঁদেছি।

 

কিন্তু কখনো তুমি আমায়

একটুখানিও ভালোবাসনি।

কিংবা কখনো আমার কষ্টে তুমি

একটুও কাঁদনি।

 

তোমায় নিয়ে আমি

অনেক স্বপ্ন সাজিয়েছি।

কখনোবা অভিমানী আমি

অনেক দুঃস্বপ্নময় রাত কাটিয়েছি।

 

কখনো স্বপ্ন গুলো সত্যি হয়নি

আসনি তুমি আমার জীবনে।

কিন্তু দুঃস্বপ্ন গুলো সত্যি হয়ে

আজ অশ্রু ঝড়ায় দুই নয়নে।

 

হয়তো এভাবেই সময় ফুরিয়ে যাবে

তোমায় আমি কখনই পাবনা।

হয়তো তোমার মনের কোথাও

আমার স্মৃতিটুকুও রইবেনা।

 

কিন্তু আমার হৃদয়ে তুমি ছিলে,আছো

থাকবে হৃদয়ের রানী হয়ে।

তোমায় ভালোবেসেছি,ভালোবাসি,ভালোবেসে যাবো

তোমাকে না পাওয়ার বেদনা সয়ে।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top