পবিত্র কুরআন ও আল হাদীসের বাণী- পর্ব: ১
পর্দা আমাদের আবদ্ধ করে না বরং মুক্ত করে।
ইমাম খুতবা দেয়া অবস্থায় তোমাদের কেউ মসজিদে আসলে সে যেন হালকাভাবে দু রাকায়াত নামায পড়ে নেয়।” (সহীহ মুসলিম)।
হে আল্লাহ! আমাদের সকল ভালোবাসা তোমার জন্য। তুমি আমাদের মাফ কর। (পবিত্র কুরআন ও আল হাদীসের বাণী)।
‘‘সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ” হল জাহান্নামের আগুন থেকে বাঁচার ঢাল। (মুসলিম : ৫৭২৪)।
যদি আমি এই কোরআন পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, তবে তোমরা দেখতে যে, পাহাড় বিনীত হয়ে আল্লাহ তা’আলার ভয়ে বিদীর্ণ হয়ে গেছে। (কিন্তু) আমি (কোরআনের) এসব দৃষ্টান্ত মানুষের জন্যে বর্ণনা করেছি, যাতে তারা চিন্তা-ভাবনা করে। (আলকুরআন : সূরা আল হাশর : ২১)
আপনি কি জানেন নেকী ও গুনাহ কি? তবে শুনুন- আন-নওয়াস বিন সাম’আন (র) হতে বর্ণিত হয়েছে, নবী (স) বলেন: ‘‘উত্তম চরিত্র হচ্ছে নেকী, আর গোনাহ্ তাকে বলে যা তোমার মনকে সংশয়ের মধ্যে ফেলে এবং তা লোকে জানুক তা তুমি অপছন্দ কর।” (মুসলিম: ২৫৫৩)
জান্নাতের চাবি: লা-হাওলা অলা-কুওয়াতা ইল্লা-বিল্লাহ। অর্থ- আমার কোন উপায় নাই, শক্তি নাই, আল্লাহর সাহায্য ব্যতীত। (বোখারী ৯৪৪ পৃষ্ঠা)।
‘‘ঐ ঘরে রহমতের ফিরিশতা প্রবেশ করে না, যে ঘরের ভিতর কুকুর থাকে বা জীবজন্তুর ছবি থাকে” – আল হাদীস (বুখারী ও মুসলিম)।
‘‘আল্লাহ্ কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না, যতণ না তারা নিজেদের ভেত যা আছে তা পরিবর্তন করে।” (সূরা আর-রাআ’দ: ১)।
রসূল (স:) বলেছেন- আমি যা জানি তোমরা যদি তা জানতে পারতে, তবে নিশ্চয়ই খুব কম হাসতে এবং খুব বেশি কাঁদতে। (পবিত্র কুরআন ও আল হাদীসের বাণী)।
নি:সন্দেহে তারাই আল্লাহর মসজিদ আবাদ করবে যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি ও শেষ দিনের প্রতি এবং কায়েম করেছে নামায ও আদায় করে যাকাত; আল্লাহ ব্যতীত আর কাউকে ভয় করে না। আতএব, আশা করা যায়, তারা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভূক্ত হবে। তাওবা: ১৮
চলবে . . . . .