Top today
বিশ্বাস আসলে কি ?
বিশ্বাসের আকাশ কালো মেঘে ছেয়ে গেছে
অন্ধকার করে দিয়েছে আমার পৃথিবী
যাকেই বিশ্বাস করে আপন করেছি
সেই আমার বিশ্বাসকে নিয়ে খেলা করেছে ।
খেলা ! এ যে মানুষ ঠকানোর খেলা
মানুষ কে ঠকিয়ে
বোকা বানিয়ে
এরা অনেক সুখ পায় ।
সুখের সংজ্ঞা এরা জানে না
বুঝে না , বুঝতে চায় না ।
নিজের একটু বিনোদনের জন্য
অন্যের বিশ্বাস নিয়ে খেলা করে ।
আজ মানুষ ই মানুষের বড় শত্রু
আমি ভালো নেই
তুমি ভালো থাকবে কেন ?
তারা এখন এই নীতি মেনে চলে ।
বিশ্বাস , এখন অবিশ্বাসের আরেক নাম
ছলচাতুরির আরেক নাম
ধোঁকাবাজির আরেক নাম
মিথ্যে সান্তনা বাণীর আরেক নাম ।
[ কিছু অবিশ্বাসী মানুষের কারণে বিশ্বাস আজ এমন রূপ ধারণ করেছে ]