Top today			
			চলন্তিকার মেইলে আইপি বন্ধ করা হোক….
চলন্তিকায় প্রকাশিত লেখা প্রকাশের পর যে মন্তব্যগুলো হয় তা মেইলেও দেয়া হয়। কিন্তু আশ্চর্য হলেও সত্য যে মেইলের সাথে আইপি নম্বরসহ মেইল আসছে। বিষয়টি অত্যান্ত বিস্ময়কর এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে মনে করি। আইপি নম্বর প্রকাশের ফলে অনেকের ব্যক্তিগত অবস্থান প্রকাশ পাচ্ছে। চলন্তিকার মাননীয় সম্পাদকের কাছে অনুরোধ অনতিবিলম্বে আইপি নম্বর আসা বন্ধ করা হোক।