Top today
এক পলকের মায়া
রথখোলার সেই পথপাড়ে প্রথম যেদিন দেখা
আমি হেটে যেতেছিলেম দাড়িয়ে তুমি একা
কমলা রঙের সেলোয়ার আর সাদা জামা গায়
ওড়খানা উড়তে ছিল দখিন শীতল বায়,
হঠাৎ যখন তোমার দিকে পড়লো আমার চোখ
ওড়না টেনে ঘোমটা দিয়ে ঢাকলে তোমার মুখ ।
পুষ্প মালিকা তারার বালিকা হঠাৎ দিয়ে দেখা
আমার সবি কেড়ে নিয়ে করে গেলে একা,
আজও আমি রথখোলাতে বসে থাকি কত
তোমার মতো আর দেখি না আসে যায় যত
এক পলক চেয়েই তুমি লাগালে কি মায়া
মায়ার টানেই রথখোলাতে বার বার ছুটে যাওয়া ।