Top today
গোম্ফু
কোঁকড়ানো চুল তার পেটটাও মোটা-
জঞ্জাল গোঁফ জোড়া ঠিক যেন ঝাঁটা।
রাজধানী শহরের ফুটপাত দিয়ে,
গোম্ফুটা একদিন মার্কেটে গিয়ে-
পাঁচ সেরি মাছ দেখে চোখ করে গোটা-
বলল সে, ‘এ্যাই জেলে কত নিবি ওটা?’
‘এক দাম পাঁচ হাজার!’ দাম হাঁকে জেলে।
দাম শুনে গম্ফুর চমকালো পিলে!
ডান হাতে গোঁফ টেনে দাঁত দিয়ে কেটে,
মাছটার পাশ ঘেষে বার দুই হেটে,
বলল সে- ‘এই ব্যাটা এই দামে দিবি?
দুই নয়, চার নয়- পাঁচ টাকা পাবি!’
রাগ করে জেলে ব্যাটা খুকখুক কাশে-
পাঁচ টাকা দাম শুনে মাছটাও হাসে!