Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

আহমেদ ফয়জ এর দু’টি কবিতা

: | : ১৫/০৭/২০১৩

 

দুটি কবিতা

 

url

মেটে না তৃষ্ণা
দু’চোখে
দেখে দেখে আর ভরে না
আর মেটে না-
তৃষ্ণা
দেহের
সবগুলো চোখ দিয়ে
তোমাকে
দেখতে ইচ্ছে করে
প্রিয়তমা।

 

স্বপ্ন
এক স্বপ্নে কিছু কষ্ট
অন্য স্বপ্নে সুখ
ভোর পেরিয়ে
শিশির ডিঙিয়ে সূর্য উঠতেই
দেখি মর্ত্যলোক।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top