Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

পবিত্র কুরআন ও আল হাদীসের বাণী- পর্ব: ৫

: | : ১৫/০৭/২০১৩

*    ‘‘আযান ও ইকামতের মাঝে দুআ ফিরিয়ে দেওয়া হয় না।” (আহমদ, তিরমিযী, আযদাউদ, সহীহ)
*    যে রমযান পেল কিন্তু পাপমুক্ত হতে পারল না, তার মত হতভাগা কেউ নেই। — আল-হাদীস।
*    রমজানে ৪টি কাজ বেশী বেশী করতে বলেছে হযরত মুহাম্মাদ (স:)। ১। কালিমা পাঠ করা। ২। আল্লাহ্ কাছে তওবা করা। ৩। জান্নাতের আশা করা। ৪। জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুকঃ (আমিন)
*    মৃত্যুর পর মানুষের কোন অঙ্গ কতসময় সক্রিয় থাকে??? 1. চোখ= ৩১ মিনিট  2. অন্তর বা হৃদয়= ১০ মিনিট  3. ব্রেন= ১০মিনিট  4. পা= ৪ঘন্টা  5. চামড়া=৫দিন  6. হাঁড়=৩০দিন। আর অনন্তকাল সক্রিয় থাকবে মানুষের নেক আমল।
*    ‘‘যে ব্যক্তি মিথ্যা বলা, মিথ্যা কার্যক্রম এবং মূর্খতা সুলভ আচরণ পরিহার করে না তার পানাহার হতে বিরত থেকে উপবাস করা আল্লাহর নিকট প্রয়োজন নেই।” (বুখারী)।
*    ‘‘যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশে লা ইলাহা ইল্লাল্লাহ বলল আল্লাহর তার জন্য দোযখ হারাম করে দিলেন।” (বুখারি ও মুসলিম)।
*    জনৈক লোক নবী করিম সা. এর নিকট এসে জিহাদে অংশগ্রহণের অনুমতি প্রার্থনা বলল, নবীজী জিজ্ঞেস করলেন, ‘‘তোমার পিতা-মাতা জীবিত আছেন?” সে বলল, হ্যাঁ। নবীজী তাকে বললেন, ‘‘তুমি গিয়ে তাদের পেছনে জিহাদ কর।” (অর্থাৎ, তাদের খেদমতে চেষ্টা-শ্রম ব্যয় কর) (বোখারি, মুসলিম, আবু দাউদ, তিরমিজি ও নাসায়ি)।
*    হজরত আবু হোরায়রা রা: থেকে বর্ণিত প্রিয় নবী সা: বলেছেন, আল্লাহ বলেন, ‘‘রোজা ছাড়া বনী আদমের প্রতিটি কাজ তার নিজের জন্য, রোজা আমার জন্য, আমি নিজেই তার প্রতিদান দেবো” (বুখারী শরিফ)।
*    নবী সা. বলেন, ‘‘আল্লাহর নিরানব্বইটি নাম আছে। যে ব্যক্তি এ নামগুলো গণনা করবে, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে।” (বুখারী ও মুসলিম)।

চলবে . . . . .

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top