Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

প্যানপ্যানপ্যান

: | : ১৫/০৭/২০১৩

-শুনুন
কি?
-নড়াচড়া করবেন না। রক্ত খাচ্ছি।
খাও।
-আপনার রক্ত প্রথম খাচ্ছি।
ও আচ্ছা। খাও।
– আপনার রক্ত পানসে।
পানসে রক্ত খেতে অসুবিধা হচ্ছে?
-গন্ধটায় সমস্যা হচ্ছে। নিকোটিন নিকোটিন গন্ধ আসে।
গন্ধ বাজে লাগছে?
-হ্যা। মাথা ঝিমঝিম করে।
তাহলে খেও না।
-পেটে ডিম। পুষ্টি লাগবে। তবে আপনার রক্তে পুষ্টি হবে কি না সন্দেহ।
সন্দেহ খুব খারাপ।
-আপনিও খারাপ। আপনার রক্তে একটা মেয়ে মানুষের গন্ধও আছে।
ওটা শুঁকবে না।
-কেন?
শুঁকলে থাপ্পর দেবো। মরে যাবে। ডিমও ফেটে যাবে। তখন তোমার অবস্থা খারাপ।
-আপনার নিজের অবস্থাই তো খারাপ। রক্তে একটা মেয়ে মানুষের আর নিকোটিনের গন্ধ মিশিয়ে রেখেছেন।
খাওয়া হলে চলে যাও।
-মেয়ের নাম কি?
বিরক্ত করো না তো!
-আচ্ছা বিরক্ত করব না। আমার খাওয়া শেষ। পেট ভরেছে। তবে ডিমের পুষ্টি হবে না।
না হোক।
-আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো।
আমারও।
-মেয়েটার নাম কি?
দিলাম থাপ্পর!
-প্যান প্যান প্যান… চলে যাচ্ছি…
বাই
-প্যান প্যান প্যান…

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top