Top today
ফেরারী (৩৪)
আমাকে অন্তিম বারের মত আরেকবার –
চুক্তিমোতাবেক এক জঠর হেমলোক দাও ,
আমি অন্তিমের মতো হলাহলে নীল হয়ে আরো আরো করে,
গভীর জলে নেমে ডুব সাঁতারে ডুবে জেগে দেখতে চাই ,
মোর তরে আছে কিনা কোন ও অমৃত স্তনের অবশেষ ,
নাকি অন্ধকারের অবক্ষয়ে সব-ই হয়ে গেছে নি:শেষ ।