Top today
রূমকী
চীন থেকে রূমকীটা রিং করে-
পাপ্পাটা ডিসকোতে সিং করে,
মাম্মিটা আজকাল পাংক করে;
সাজগোছে খুব বেশি ঢং করে।
ভাইয়াটা রোজ হংকং ঘুরে,
কথা বলে ইং মিং চিং করে।
নাম্বার ঘুরাতেই রং করে-
লাইনটাই কেটে গেল ক্রিং করে!
চীন থেকে রূমকীটা রিং করে-
পাপ্পাটা ডিসকোতে সিং করে,
মাম্মিটা আজকাল পাংক করে;
সাজগোছে খুব বেশি ঢং করে।
ভাইয়াটা রোজ হংকং ঘুরে,
কথা বলে ইং মিং চিং করে।
নাম্বার ঘুরাতেই রং করে-
লাইনটাই কেটে গেল ক্রিং করে!