Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

রূমকী

: | : ১৫/০৭/২০১৩

চীন থেকে রূমকীটা রিং করে-
পাপ্পাটা ডিসকোতে সিং করে,
মাম্মিটা আজকাল পাংক করে;
সাজগোছে খুব বেশি ঢং করে।

ভাইয়াটা রোজ হংকং ঘুরে,
কথা বলে ইং মিং চিং করে।
নাম্বার ঘুরাতেই রং করে-
লাইনটাই কেটে গেল ক্রিং করে!

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top