আমার হতাশা
একটা সময় অনেক গল্প লিখতাম । ২ টা সম্পূর্ন উপন্যাস , প্রায় ৯ টার মত ছোট গল্প , ২৫ টার মত কবিতা লিখেছি । প্রচলিত ধারায় যেহেতু লিখেছি , তাই স্বভাবতই আমার লেখায় নর-নারীর বিবাহ পূর্বক প্রেম ভালবাসা ইত্যাদি উঠে এসেছিলো । নিজেকে মোটামুটি একজন লেখক ভাবতে শুরু করে দিয়েছিলাম । ফেসবুকের কয়েকটা পেজে আমার লেখা গল্প গুলো দিতাম । গ্রুপে একটা উপন্যাস ধারাবাহিক ভাবে কয়েকটা পর্ব দিয়েছিলাম ।
হঠাত্ একদিন জানলাম আমাদের ইসলাম ধর্মে নর-নারীর বিবাহ পূর্বক প্রেম ভালবাসা হারাম । এটা আমার জন্য চিন্তার বিষয় ছিলো না । কারণ এ ধরনের সম্পর্কে আমি জড়াই নি । চিন্তার বিষয় ছিলো , প্রেমের গল্প লেখা বা পড়া দুইটাই হারাম । প্রথম প্রথম বিষয়টা নিয়ে তেমন মাথা ঘামাইনি । কিন্তু যখন বিষয়টা নিয়ে গভীর ভাবে চিন্তা করেছি তখন ভাবলাম , হায় হায় আমি এ কি করছি ! নিজে তো এ ধরনের গল্প লিখে হারাম কাজ করছিই , আবার অন্যকে উত্সাহিতও করছি । আরো সাংঘাতিক বিষয় যেটা ছিলো সেটা হলো , আমার লেখা পড়ে কেউ যদি এ ধরনের অনৈতিক সম্পর্কে জড়ায় তাহলে তার পাপের ভাগীদার তো আমাকেও হতে হবে !
আমার লেখক জীবনের ইতি টানলাম সেখানে । কবিতা গুলো ডোবায় ফেললাম । গল্পগুলো ডিলিট করলাম । উপন্যাসগুলো কোথায় রেখেছি মনে নাই ।
এরপর অনেকদিন কেটে গেলো । হঠাত্ মনে হলো , আরে কি বোকামিটাই না করেছি আমি ! প্রেম ভালবাসা ছাড়া কি আর লেখালেখির কোন ধারা নাই ?
আমরা মুসলিম । আমাদের রয়েছে একটি সমৃদ্ধ ইতিহাস । আমরা সেগুলো নিয়ে কিছু লেখি না কেনো ?
যাই হোক , সিদ্ধান্ত নিলাম প্রেম ভালবাসা ছাড়া বাকী সব বিষয়েই লেখার চেষ্টা করবো ।
এবার আশি আমার হতাশার বিষয়ে । আমাদের তরুণ প্রজন্ম বর্তমানে যে বিষয়টি নিয়ে অতি ব্যাস্ত , তার নাম প্রেম । কেউ প্রেম করে ফাঁদে ফেলার জন্য , কেউ প্রেম করে শারীরিক চাহিদা মেটানোর জন্য . . ইত্যাদি ইত্যাদি । এসব নিয়ে লিখতে ইচ্ছা করে না । কমবেশী সবাই জানি এসব আমরা ।
অনেকে বলবে , সবাই তো আর এক না । অনেকেই আছে যারা প্রকৃত প্রেমের স্বাদ পেয়েছে । তাদের বলবো , অল্প উপকারের জন্য বেশী ক্ষতিকর জিনিস কি কেউ গ্রহণ করতে চাইবে ?
আমাদের বর্তমান তরুণ প্রজন্মের লেখকের বেশির ভাগই তাদের লেখায় প্রেম ভালবাসা তুলে ধরতে আগ্রহী । তাদের বলবো , জনাব আপনি যে কত বড় ভুল করছেন তা হয়তো একদিন না একদিন বুঝবেন । তখন হয়তো করার কিছুই থাকবে না ।
প্রেম ভালবাসা ছাড়া লেখার অনেক বিষয় আছে । আপনারা সেগুলো নিয়ে লেখেন । অসুবিধাতো নাই ।
এবার আরেকটি প্রসঙ্গ । মুসলিমদের রয়েছে কত বিরত্বগাঁথা । কত সাহসীকতা । কিন্তু এসব লেখার মত লেখকের খুবই অভাব এখন । কিছু লেখক হয়তো আছেন । তবে বেশির ভাগই হয় আরবের , নয়তো পাকিস্তানী । কিন্তু , আমরা কি মুসলিম না ? আমরা এগিয়ে আসতে পারি না ?
ইসলামের জন্য আমরা কি একটুকু করতে পারি না ?
নতুন লেখকদের কাছে আমার আবেদন , ইসলামের জন্যও কিছু লিখেন । নিজের বিবেকের কাছে নিজে পরিস্কার হোন ।
Comments are closed.