Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

কেউ কারও নয়

: | : ১৬/০৭/২০১৩

এখানে কেউ ভালোবাসতে জানে না

এ পৃথিবী ভালোবাসার স্থান নয়

এখানে চলে তাবত্ স্বার্থ আর বিনিময় ।

 

এখানে কেউ কারও মতো নয়

এখানে সবাই যার যার মতো

তাই তো সবার বুকে পাহাড়সম ক্ষত ।

 

এখানে কেউ কারও আপন নয়

সংসার স্বজন পুত্র কন্যা  স্ত্রী প্রিয়তম

পেছনে সবে পর, কেবল সামনেই নম নম ।

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top