Top today
কেউ কারও নয়
এখানে কেউ ভালোবাসতে জানে না
এ পৃথিবী ভালোবাসার স্থান নয়
এখানে চলে তাবত্ স্বার্থ আর বিনিময় ।
এখানে কেউ কারও মতো নয়
এখানে সবাই যার যার মতো
তাই তো সবার বুকে পাহাড়সম ক্ষত ।
এখানে কেউ কারও আপন নয়
সংসার স্বজন পুত্র কন্যা স্ত্রী প্রিয়তম
পেছনে সবে পর, কেবল সামনেই নম নম ।