Top today
তরী ভাসবে অচিনস্রোতে
===========
এক ছায়াহীন বেদুইন
সে তো দেখেনি-
তার অপছা অপছা ছায়া
কি পাপপর্ণ বুঝেনি-
ও হে বেদুইন?
তরী যাচ্ছে ভেসে-
কোন সে অচিনপুর
আর অচিনপুর।
সেথায় নাই তেঁতুল
অঙ্গুর আর লেবু-
ভালোই চিন তুমি অঙ্গুর
খুঁজো শুধু লেবুতে রস-
তেঁতুল তো এনে দিয়েছে
জিহ্বা ভরা জল-
ও হে বেদুইল। কত রক্ত
দেখেছো-ধরণীর বুকে সবুজ
তবুও বুঝতে চাওনা পাপপর্ণ
আনো টানো শুধু বৈষম্য
এতোটুকু জানা সত্বো তরী
তোমার ভাসবে অচিনস্রোতে
আর অচিনস্রোতে- ও হে
বেদুইন-দেখবে কে ঐ শঙ্খচিল
নাকি অমাবস্যর কালো
কুচ্ছিত শগুণের প্রেতত্মা।
লেখার তারিখঃ ১৮/০৭/১৩
+==============+