Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

তুই রাজাকার

: | : ১৬/০৭/২০১৩

নিঃশব্দে জেগে থাকি একটি কল্পনা নিয়ে,
নিজেকে শান্তনা দিতে চাই তবে দেব কি দিয়ে?
সবুজের এই মাটি দিগন্ত ‍ময় শ্যমলতা,
বিশ্বের মাতা, মমতায় ঘেরা এক অপরুপ কমলতা।
‍ধরণীর মাঝে রচে চলা যত ঘটনার-রটনা,
পশুত্বের হার জানওয়ার-হায়না যা কল্পনাই কারা যায়না-
কুকুর শিয়ালের দল, রক্ত খেক কাপুরুশের দল,
নিরস্ত্র নম্র বাঙালীর প্রতি আধুনিকতার সেরা বল।
মেশিন গান-রাইফেল যত মরনাস্ত্র নিয়ে হত্যা আর হত্যা,
শক্তির বলে শিশুর সামনে মাকে কর ধ্বর্ষন,
নিরাপরাধ জনগনকে কর গণহত্যায় গুলি বর্ষন।
পাপচারি-শয়তান বোনের সম্ভ্রম করেছ হানি,
‍ছেলের সামনে পিতাকে করেছ মানহানি।
ধর্মের কথা বল ‘তোমরা কি মুসুলমান’,
উলঙ্গ করে দেখ হিন্দু-বৌদ্ধ না খৃষ্টান।
শয়তান-পাপাচারি রক্ত খেক পশু,
বাংলার বুকে নিরীহর বুকে রক্ত পিপাশু-
হাজার নদীর দেশে রক্ত বন্যা শ্রোতে পাপাচারি-শয়তান,
তোদের ছিন্ন করে বাংলার বুকে ‍রাখিব মান।
ফাঁসির দড়িতে ঝুলায় খুলব বিজয়ের নব দ্বার,
ঘৃণার স্বরে বলি তুই রাজাকার, তুই রাজাকার।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top