Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

রমণী, আমার দেশ

: | : ১৬/০৭/২০১৩

486267_630423683640532_1194933533_n

রমণী ভরা যৌবন চোখে
তাকিয়ে থাকে
তাকিয়ে থাকে নদীর দিকে।
এক পশরা বৃষ্টি এসে ধুয়ে যায় তার মুখ-
বুক থেকে সরিয়ে নিয়ে আঁচল
তবু তাকিয়ে থাকে নদীর দিকে, রমনী।
লোভাতুর পক্ষী মাথা এলিয়ে
অট্টহাস্যে মাতিয়ে তুলে মেঘঘন সন্ধ্যাকে
অবশেষে উদাম শরীরে এসে মুখ গুঁজে
বাসা বাঁধে, রাত যাপন করে।

রমনী তাকিয়েই থাকে।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top