Top today
তার
তার হাসির ধ্বনি আমার হৃদযন্ত্রকে চঞ্চল করে;
তার দেহ মন আলিঙ্গন করে আমার স্বপ্নের সাগর;
তার নিঃশ্বাস মিশে আমার নিঃশ্বাসে হয়ে সাগরের বুকে ঝর;
তার দেহের উষ্মতা মনের মল্লিকার পাপরি হয়ে ঝড়ে।
তার প্রতিটি চুম্বন মৃত্যুর আকস্মিকতার প্রতিবাদ;
তার বুকের কম্পন সাগরের ঢেউ মোর শিরায় শিরায়;
তার চাহনিতে মোর হৃদয় দূর নীলিমায় হাত বাড়ায়;
তার আলিঙ্গনে ঝর্ণার অমৃত প্রবাহ হয় অবাধ।
তার ভালবাসা যত কাছে আসা মৃত্যু যায় তত দূরে;
তার দেহ-মন-নিঃশ্বাসের অনুভূতিরা আসে আমার ঘরে।
১৬.০৭.১৩, ঢাকা।