Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

ব্যবধান

: | : ১৭/০৭/২০১৩

তোমরা বাঁচো দুধ ও ভাতে, আমরা মরি উপোস;
চাইলে খাবার তোমরা আবার বেজায় রকম নাখোশ।
তোমরা পরো হাল ফ্যাশনের কত্তো রকম কাপড়;
আমরা কিছু চাইলে পওে খুব কষে দাও থাপড়।

তোমরা চল রাজার মতো হাকাও নতুন গাড়ি;
আমরা দুঃখী গাড়ির চাকায় পিষ্ট হ’য়ে মরি।
তোমরা ধনী সারাজীবন থাকবে দারুন সুখে;
আমরা বাঁচি কষ্ট নিয়ে অশ্রু ঝরে চোখে।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top