লেখক সংখ্যা বাড়ানোর জন্য আমার উদ্যোগ
আসুন আমরা লেখকের সংখ্যা বাড়নোর জন্য উদ্যোগ নেয়। বর্তমানে ১৫২ জন লেখক আছে। আমরা প্রত্যেকে যদি আমাদের পরিচিতদের মধ্যে থেকে ৫ জন করে বন্ধুকে আইডি খুলতে সাহায্য করি তাহলে দেখা যাবে ৭৬০ জন লেখক হয়ে গেছে। পরে এই ৭৬০ জন যদি আরো ৫ জনকে আইডি খুলতে সাহায্য করে তাহলে লেখক সংখ্যা দাড়াবে ৩,৮০০ জনে। এভাবে চলন্তিকার লেখক সংখ্যা দিন দিন বৃদ্ধি পাবে। লেখক সংখ্যা বৃদ্ধি পেলে পোস্টের সংখ্যাও বৃদ্ধি পাবে। পোস্টের সংখ্যা বৃদ্ধি পেলে আমরা প্রতিদিন প্রত্যেকেই বেশী বেশী পোস্ট দিতে পারব। বেশী পোস্ট হলে মন্তব্যের সংখ্যাও বৃদ্ধি পাবে। এভাবে আমরা যদি ধাপে ধাপে এগুতে থাকি তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারব। আমি মনে এখানে যারা আইডি খুলছে প্রত্যেকেরই একটি করে ফেসবুক আইডি আছে। আমরা যদি ঐ আইডিটি লিংক হিসেবে দেয় তাহলে আরো অধিক বন্ধুরা আমাদের চলন্তিকা সর্ম্পকে জানতে পারবে। আবার অনেকেই আছেন অন্য ব্লগে লিখে থাকেন সেখানেও এই ব্লগের পরিচয় তুলে ধরতে পারেন। এই ব্লগে প্রকাশিত লেখাটি যদি অন্য ব্লগে প্রকাশ করতে চান তখন লেখার নিচে এই ব্লগের ঠিকানাটা দিয়ে দিতে পারেন বা লিংক দিয়ে দিতে পারেন। তাহলে আশা করি বেশী দিন লাগবে না আমাদের উদ্যেশ্য সফল করতে।
আপানারা কে কে এই উদ্যোগের সাথে শরিক হতে চান মন্তব্য করে জানাবেন।