Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

ইউ টার্ন

: | : ১৮/০৭/২০১৩

u_turn
মানুষের অনিয়মগুলো ক্রমশ
প্রাণীদের হার মানাচ্ছে।
আমরা অনায়াসে মানুষকে ‘পশু’ বলে তিরস্কার করি।
-গাধা, গর্ধব!
বাঘের বাচ্ছা বলে সম্মানও দেখাই।

প্রাণী ও আমাদের মধ্যে ব্যবধান হলো
প্রাণী কিন্তু ‘মানুষ’ বলে গালি দেয় না-
যথেষ্ঠ কারণ থাকা স্বত্তে¡ও
সম্মানও নয়।

আশঙ্কা যে,
মানুষের অনিয়মের দাসত্বপনা!
তা রীতিমত প্রাণীদের নিয়মানুবর্তিতাকেও নাড়িয়ে দিয়েছে
ক্রমশ হার মানিয়ে দিচ্ছে।

কুকুর যেমন নির্লজ্জভাবে পথে-ঘাটে সন্তান ধারণে কিংবা
মল ত্যাগের পরে যে নখের আচড়; তাতে কেমন যেন টান পড়েছে।
তা মানুষের কাছ থেকে শেখে নেয়া অভ্যাস, যেন।

মানুষ কবে শিখবে!

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top