Top today
কারো প্রশ্ন কারো উত্তর
বেঁচে থাকা যখন মুল্যহীন হয়,
কে বুঝে তখন তা সেই সময়;
যখন রবে না আত্মার দেহ ছাড়ার ভয়!
যেমন পাখি ছোটে বনে, গহীন থেকে গহীনে;
মেঘ ছোটে দূরে, পবনে পবনে;
আত্মাও যায় ছুটে স্বপনে স্বপনে।
জীবনে আত্মা থাকে, তাই জীবনে স্বপন।
মৃত্যর পরে তাই কোথা যায় মন!
পাখি, মেঘ হয়ে ছোটে কি তখন!
বেঁচে থাকা যখন মুল্যহীন হয়,
আত্মাও যায় ছুটে স্বপনে স্বপনে!
পাখি হয়ে, মেঘ হয়ে, ছোটে কি তখনে!
২৫-০৪-১৩, ঢাকা।