Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

কৌতুক-৩

: | : ১৮/০৭/২০১৩

শিক্ষক ও ছাত্রের মধ্যে কথোপকথন:
শিক্ষক: বল তো ছোটন, ঢাকা কোথায় অবস্থিত?
ছোটন: খাটের নিচে স্যার।
শিক্ষক: এসব কী বল!
ছোটন: বাড়িরর মালিক যখন ভাড়া চাইতে আসেন, তখন আম্মু বলেন আব্বু ঢাকা গেছেন। তখন তো আব্বু খাটের নিচে থাকেন!

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top