Top today
দেশ
নাই বা হলাম দেশের আমি কেউ
কিন্তু দেশ-ই আমার সব
আমার অতীত বর্তমান ভবিষ্যত্
স্বপ্ন কল্পনা ও বাস্তব ।
আমার কাছে দেশ মানে মায়ের স্নেহ বাবার শাসন
আমার কাছে দেশ মানে সাত-ই মার্চের অগ্নিঝরা ভাষণ
আরও আছে ত্রিশ লক্ষ শহীদের স্মৃতি
হাসি কান্না বেদনা অশ্রু সম্প্রীতি,
নাই বা হলাম দেশের আমি কেউ
কিন্তু দেশ আমায় মায়ের মতন বুকে দিয়েছে ঠাঁই ।
প্রকৃতির চির সবুজের সমারোহ আমার
ছয় ঋতুর আবহ আমার
পৌসের হাড়িতে জমে থাকা রসের সবটুকু ফেঁনা আমার
সমুদ্র তীরের দবদবে বালুর প্রতিটি কণা আমার,
নাই বা হলাম দেশের আমি কেউ
কিন্তু দেশ-ই আমার প্রথম এবং শেষ আশ্রয় ।
চন্দ্রিমা রাতের রুপালী জ্যোত্স্নার বুদ্বুদি আমার
চব্বিশ হাজার কিলোমিটার নদনদী আমার,
আরও আছে মাঝি মাল্লা মত্স্য ঢেউ
নাই বা হলাম আমি এদের কেউ ।